শুক্রবার , ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ

মাসুদ রানা বহুমাত্রিক প্রতিভার এক উজ্জ্বল দৃষ্টান্ত

উপস্থাপনার শৈল্পিকতায় যিনি জয় করেছেন অগণিত মানুষের হৃদয়, যাঁর কণ্ঠের মাধুর্য ও নান্দনিক ভঙ্গি মানুষের অন্তরে গভীর অনুরণন তোলে, তিনি এ প্রজন্মের বাংলাদেশের জনপ্রিয় অনুষ্ঠান উপস্থাপক মাসুদ রানা।
২০১৫ সালের শুরুতে উপস্থাপনার জগতে তাঁর পথচলা শুরু। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। স্বীয় দক্ষতায় দেশের বড় বড় মঞ্চের একজন অপরিহার্য ও নির্ভরযোগ্য উপস্থাপক হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন তিনি।
উপস্থাপনার পাশাপাশি লেখনীতেও তিনি সমান পারদর্শী। বাস্তব জীবনের নিগূঢ় প্রতিচ্ছবি ফুটে ওঠে তাঁর কলমে। লেখালেখির হাতেখড়ি সেই শৈশবেই। তাঁর কাব্যগ্রন্থ ‘হৃদয়ের ফ্রেমে জীবন’ পাঠক মহলে ব্যাপক সমাদৃত হয়েছে। দেশপ্রেম এবং জীবনের সংবেদনশীল নানা অনুষঙ্গ নিয়ে রচিত এই গ্রন্থটি পাঠকদের কাছ থেকে পেয়েছে হৃদয় নিংড়ানো ভালোবাসা। বইটিতে স্থান পাওয়া বেশ কিছু কবিতা কালজয়ী এবং বিশেষভাবে প্রশংসার যোগ্য।
তাঁর প্রাণজুড়ানো কণ্ঠের আবৃত্তি এবং উপস্থাপনা – দুটোই দর্শক-শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে। মাসুদ রানা একাধারে একজন সফল উপস্থাপক, মননশীল লেখক এবং (অনন্য) আবৃত্তিশিল্পী।
দেশ ও দশের কল্যাণে নতুন কিছু করার দৃঢ় প্রত্যয় নিয়ে তিনি এগিয়ে চলেছেন আপন গন্তব্যে।


আরও