শুক্রবার , ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

দূরদেশ

ঢাকায় পাঠ-উন্মোচন হলো অহ নওরোজের ‘সান্ধ্যসনেটসমূহ’ কাব্যগ্রন্থ

রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে রবিবার (৩ আগস্ট) সন্ধ্যায় হয়ে গেল তরুণ কবি অহ নওরোজের কাব্যগ্রন্থ ‘সান্ধ্যসনেটসমূহ’-এর পাঠ-উন্মোচন অনুষ্ঠান। কলকাতার ‘অভিযান পাবলিশার্স’ থেকে প্রকাশিত হয়েছে সান্ধ্যসনেটসমূহ নামে এই একক কাব্যগ্রন্থ। ছন্দ ও সনেটের নবতর দিক নিয়ে আলোচনার মধ্য দিয়ে সাজানো এই সন্ধ্যায় কবি, লেখক ও সমালোচকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

কবি, লেখক ও সমালোচকদের উপস্থিতিতে মুখর ছিল এ আয়োজন। অনুষ্ঠানের শুরুতে তরুণ কবি নীলিমা নূর কাব্যগ্রন্থটি থেকে একটি কবিতা পাঠ করেন। এই স্বতন্ত্র পাঠের মধ্য দিয়েই বইটির আনুষ্ঠানিক উন্মোচন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাংবাদিক ও প্রকাশক ষড়ৈশ্বর্য মুহম্মদ। বইটির পরিচিতিমূলক বক্তব্যে কবি জাহিদ সোহাগ বলেন, “এই বইয়ে শুধু প্রচলিত ছন্দই নয়, সংস্কৃত মন্দাক্রান্তা ও তোটক ছন্দের ব্যবহারেও অহ নওরোজের পারদর্শিতা লক্ষণীয়।” কবির কবিতায় শব্দ ও ছন্দের ব্যবহার নিয়ে বিশ্লেষণমূলক আলোচনা করেন লেখক ও অনুবাদক কবির চান্দ।

প্রধান আলোচক কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, “নাম শুনেই বোঝা যায় বইটি সনেটকেন্দ্রিক। অহ নওরোজের মতো তরুণ কবিরা ছন্দ চর্চা করছে, এটি বাংলা কবিতার জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।” তিনি দেশের সাংস্কৃতিক অঙ্গনে সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

তিন পর্বের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘এই সময়ের কবিতা: রূপ-রূপান্তর’ শীর্ষক আলোচনায় অংশ নেন কবি ও সমালোচক চঞ্চল আশরাফ এবং কবি ও চিত্রশিল্পী শামসেত তাবরেজী। সবশেষে ছিল সমকালীন কবিদের কবিতাপাঠ পর্ব।

উল্লেখ্য, যশোর জেলার অভয়নগরে জন্মগ্রহণকারী কবি অহ নওরোজ বর্তমানে বার্লিনের হুমবোল্ট বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ভাষাতত্ত্ব ও জার্মান সাহিত্য নিয়ে অধ্যয়নরত। তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘অতিলৌকিক কবিতাসমূহ’ ও ‘কম্বুরেখপদাবলি’। তিনি ২০২১ সালে পেন বাংলাদেশ সাহিত্য পুরস্কার অর্জন করেন।

 


আরও