শনিবার , ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা

কেমন আছ সন্ধ্যাতারা প্রিয় বুনোফুল -নাজমা বেগম নাজু

কেমন আছ স্বজন হারা রক্ত ভেজা প্রিয় আমার দেশ
কেমন আছ নাইমা রোহান সৈকত হারা
অশ্রু ভেজা মাতৃভূমি, মা জননী,
বুকের মাঝে লুকিয়ে থাকা প্রিয় জীবন
মাগো তুমি সত্যি বল-ভাল আছ তো?
কেমন আছ হাত পা হারা পঙ্গু ছেলের
স্বজন আপন প্রিয় পরিবার।
কেমন আছ ঘর-রাসেল সাকিব সবুজ হারা
প্রিয় পরিসর ,
কেমন আছ শিউলি গন্ধা মায়া কাড়া বিকেল শেষের উঠোন ছায়া-
রাব্বি শাওন শামীম ছাড়া বুকের ঘরে কেমন
কাটে হেমন্তিকা দিন?
কেমন আছ প্রিয় বাড়ি বইয়ের সারি
কেমন আছ দুঃখভোলা গান-
বিজয় ইমন বিপ্লবেরা ফিরবে কি আর ঘরে
বইয়ের কালোয় চোখের পাতা, প্রিয় গানে
সুর মেলাতে দুর আকাশে চোখ,
কেমন আছ মেঘের বাড়ি বেরিয়ে আসা রোদ?
মেঘ নিকুঞ্জে ঘর বেঁধেছে যারা –
ইয়ামিন নাফিস জাবির মুনির
কেমন আছে ওরা, কেমন তবে দেখলে ওদের
বুক ফাটা সেই আর্তনাদের সাথে
মায়ের কাছাকাছি, আসতে চেয়ে
কাঁদছে অকাতর?
কেমন আছ সন্ধ্যা তারা – প্রিয বুনোফুল-
জানতে চেয়ে ব্যকুল চোখে প্রশ্ন রাখে রোজ
মানিক, ফরিদ,শারিফ আর ইরফানেরা –
প্রিয় স্বদেশ স্বজন হারা দুর পৃথিবীর, তবু
মন গহীনের মনটা কাঁদে-
প্রিয় ঘরে ফিরতে ভীষণ সাধ।
কেমন আছ মাটির প্রদীপ
দুরের বাঁশি রাখালিয়া-
চোখ হারানো শত শত সূর্য তরুণ বুকে রাখা
জন্মভূমি, – বুকের মানিক অন্ধ এখন
গুমড়ে ওঠা রুদ্ধম্বাসে কেঁপে ওঠ
চোখ হারানো অন্ধ যুবার মা-
সুর মিলিয়ে কাঁদছে অবাধ-
আকাশ নদি সাগর,
যত ফুল বাহারি বাসন্তিকা
ডানা মেলা দুরের বাতাস,
কেমন আছ পথ কিনারের একা বুনোফুল
এই সে ধুলোয চিহ্ন ছিল-বারমাসী হাটা পথে
হাঁঁটত যারা দুচোখ ভরা স্বপ্ন এঁকে
স্বদেশটাকে ভীষন ভালবাসার,
এখন তো পথ শূন্য, কাঁদে
ছেলে হারা একা বুনো ফুল।
রিপন লিটল সুমনেরা হারিয়ে গেছে
আকাশ সীমার অনেক দুরের তারায়
চোখ হারানো জসিমেরা পাগল হয়ে খোঁজে
কোথায় যেন কাঁদছে আকাশ
কোথায় যেন ছেলেহারা মায়ের দীর্ঘশ্বাস।
কেমন আছ পায়ের কাছে গুমড়ে ওঠা
আমের মুকুল ; চৈতী চাঁদের রাত
এই বোশেখেই কথা ছিল
রিয়াজ রাসেল সিদ্দিকীরা সবাই মিলে
বোশেখ বরন হৃদয় কাড়া সাজে
ভালবাসার গল্প তারা বলবে দেশের কাছে।
মনে আছে জানলা পাশের উড়ে যাওয়া মেঘ ?
রায়হান আলিফ সাইফুল আর
ইউসুফ আলীর কথা?
ওরা ভীষন কাদামাটির ছিল
সোঁদামাটির গন্ধটাকে ভালবেসে
সুরভী তার হৃদয়হীনে রাখত অনুক্ষণই,
দেশের মাটি হৃদয় খাঁটি
সূর্য ছুঁয়ে বলত রোজই;
কেমন আছ সব হারানো স্বজন হারা
শূন্য মায়ের কোল
স্বজন আপন বন্ধুবিহীন পুত্রহারা
কেমন কাটে দিন
কেমন আছ অন্তগহীন বিষাদ অসীম
প্রিয় আমার দেশ
কেমন আছ জন্মভূমি মা জননী
আকাশ ছোঁয়া ব্যথার সাগর বুকে রাখা
প্রিয় স্বদেশ স্বজন ভূমি
কেমন আছ ?
বলো কেমন আছ – কেমন আছ তুমি?


আরও