বাংলাচারু: মোদের গর্ব, মোদের আশা-সাবজেক্ট কম্বিনেশনে ঠাঁই পাচ্ছে না বাংলা ভাষা’, এই বক্তব্যটা আগে ঠাট্টার ছলে অনেকে বলতেন। কোথাও গিয়ে এই ঠাট্টা তরুণ প্রজন্মের কাছে বাস্তব?
শীর্ষেন্দু মুখোপাধ্যায়: এটা শুধু বাংলার সমস্যা নয়। গোটা ভারতবর্ষের সমস্যা- অসমের সমস্যা, দক্ষিণ ভারতের সমস্যা। নিজেদের মাতৃভাষায় যেহেতু উচ্চশিক্ষা সম্ভব হচ্ছে না তাই আজকের প্রজন্ম এমন একটা ভাষা বেছে নিতে চাইছে যাতে ভবিষ্যতে তাঁদের সুবিধা হয়। সেজন্য অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে নতুন ‘জেনারেশন’ মাতৃভাষাকে সেভাবে গুরুত্ব দিতে চাইছে না। বিষয়টা বাস্তব, তবে তা সময়ের দাবি বলা যেতে পারে। এখানে কাউকে দোষ দিলে হবে না। তবে সবাই যে এক ছাঁচে গড়া তা কিন্তু নয়। হিন্দিভাষীদের মধ্যেও কিন্তু এক সমস্যা দেখা দিচ্ছে। সরকার জোর করে হিন্দি চালানোর চেষ্টা করছে, কিন্তু সেখানেও এক সমস্যা। তবে এটা ঠিক, যে হিন্দি ছবির জন্য এই ভাষা অনেকটাই বেশি গ্রহণযোগ্য হয়েছে। তবে বাঙালি বরাবর দ্বিভাষী ছিল। ব্রিটিশ আমলেও চাকরির জন্য ইংরেজি জানাটা ছিল বাধ্যতামূলক। এখনকার ছেলেমেয়েরা সেই পরিশ্রমটা করতে চাইছে না। তাঁরা বাংলাটাকে উপেক্ষা করে ইংরেজির দিকে ঝুঁকছে। এটা খারাপ।
বাংলাচারু: “আমার বাংলাটা ঠিক আসে না”-বাংলায় কথা না বলা কোথাও গিয়ে কি প্রয়োজন বা অভ্যাসের থেকে বেশি ফ্যাশন হয়ে দাঁড়াচ্ছে?
শীর্ষেন্দু মুখোপাধ্যায়: হ্যাঁ, এটা এক ধরনের ফ্যাশন। বাঙালি হিসেবে যাঁরা গৌরব অনুভব করেন না তাঁরা এই সমস্ত করেন। বিদেশে গিয়েও দেখা যায় দু’জন বাঙালি নিজেদের মধ্যে ইংরেজিতে কথা বলছেন। এটা হাস্যকর। প্রবাসী বাঙালিরা অনেক সময় বলেন ছেলে মেয়েরা বাংলা শিখতে চাইছে না। আমি তাঁদের বলি, ওদের সঙ্গে বাড়িতে শুধু ইংরেজিতে কথা বলবেন না, বাংলাতেও কথা বলতে হবে। ভারতে জন্মে নির্ভুল ইংরেজি বলা সম্ভব। কিন্তু, একজন আমেরিকানের মতো ইংরেজি তাঁরা বলতে পারবেন না। তাহলে কেন সেই চেষ্টা! এখানেও অনেক মিটিং হয় যেখানে আগাগোড়া ইংরেজিতে কথা বলা হয়।
ভাষা মোদের ভালোবাসা, সবাইকে নিয়ে বাঁচার আশা: মমতা আমি একটি স্কুলের অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম। ইংরেজি মাধ্যম স্কুল। সেখানে দেখি আগাগোড়া ইংরেজিতে কথা বলা হচ্ছে। আমি বক্তব্য রাখতে উঠে বলেছিলাম , আমি বুঝতে পারছি না কোথায় রয়েছি। এটা কলকাতা, লন্ডন না নিউ ইয়র্ক! এখানের অবাঙালিরাও বাংলা বোঝেন। আপনারা কি বাংলা ভুলে গেলেন! সকলে হই হই করে উঠেছিল। সঞ্চালক বলেছিলেন, বাকি অনুষ্ঠানটা বাংলাতেই হবে। অর্থাৎ ধরিয়ে দিলেই মানুষের চেতনা হয়, না হলে হয় না। ইংরেজিতে কথা বলা একটা নিশ্চিতভাবে একটা ফ্যাশন। অনেকে হয়তো ভাবেন এতে সম্মান বাড়বে। তবে ইংরেজি বলা-পড়া পাপ নয়। কিন্তু, অবশ্যই অপ্রয়োজনে ইংরেজি ভাষার ব্যবহার কেন!
বাংলাচারু: বাংলা সাহিত্য থেকে কি মুখ ফেরাচ্ছে নতুন প্রজন্ম?
শীর্ষেন্দু মুখোপাধ্যায়: বিষয়টা একেবারেই আলাদা। এখন বই পড়ুয়ার সংখ্যা বেড়েছে। বাংলা বইয়ের পাঠক সংখ্যা মোটেও কম নয়। প্রকাশকরাও লাভের মুখ দেখছেন। প্রকাশকের সংখ্যাও দিন দিন বাড়ছে। বইমেলার কল্যাণে এবং বই নিয়ে হইচইয়ের কারণে পাঠক কিন্তু বেড়েছে।
বাংলাচারু : একসময় বলা হত লেখক বা লেখিকা হওয়ার স্বপ্নটা নেশাই থাক, পেশা না করাই ভালো। আজ ব্লগের যুগে আপনার এই বিষয়ে কী দৃষ্টিভঙ্গি?
শীর্ষেন্দু মুখোপাধ্যায়: বাংলা ভাষায় লেখালেখিটাকে পেশা হিসেবে নেওয়ার ক্ষেত্রে বলতেই হয়, বাংলার বই বা লেখার বাজার সীমিত। বাংলাদেশে পাঠক রয়েছে। কিন্তু, সেখানে সমস্যা হল সব বই ‘পাইরেসি’ হয়ে যায়। পশ্চিমবঙ্গের একজন বাঙালি লেখকের ক্ষেত্রে শুধু লিখে খাওয়া সম্ভব নয়। যদি তিনি খুব জনপ্রিয় লেখক হন, তাহলে বিষয়টা আলাদা। যেমন সমরেশ বসু ছিলেন, বিমল মিত্র ছিলেন। আগে নিজের মা’কে ভালবাসতে শিখি, তারপর তো অন্যের মা!
বাংলাচারু : আধুনিক লেখকদের মধ্যে কার কার লেখা পড়েন?
শীর্ষেন্দু মুখোপাধ্যায়: এখন পড়ার সময় বিশেষ পাই না। তবু তরুণ প্রজন্মের বহু লেখকে লেখা পড়ি। তাঁদের লেখা আমার অত্যন্ত ভালো লাগে।
বাংলাচারু : আধুনিক বাংলা সাহিত্য নিয়ে আপনার কী মতামত?
শীর্ষেন্দু মুখোপাধ্যায়: সাহিত্য এমন একটা বিষয় যার ওঠা-পড়া রয়েছে। আগে যেমন প্রতি দশ বছর অন্তর একঝাঁক নতুন লেখক আসত এখন কিন্তু তা হচ্ছে না। এখন লেখকের সংখ্যা, বিশেষ করে গদ্যকারের সংখ্যা বেশ কম। এটা চিন্তার বিষয়।তবে কবি রয়েছেন অনেক। হতে পারে আজকের প্রজন্ম অন্য পেশার দিকে ঝুঁকছে।
বাংলাচারু : তরুণ প্রজন্ম যাঁরা বাংলাভাষায় লিখতে চান, তাঁদের জন্য কী বার্তা দেবেন?
শীর্ষেন্দু মুখোপাধ্যায়: তাঁদের বলব অত্যন্ত ভালো সিদ্ধান্ত। লেখালেখি কর, কিন্তু, শুধু লেখালেখি করেই সংসার চালাব এই ভাব নয়, সংসার চালানোর জন্য পাশাপাশি অন্য কিছুও হয়তো করতে হবে। তার সঙ্গে লেখালেখিটাও মন দিয়ে প্রাণ দিয়ে করতে হবে।