শনিবার , ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা

কবিতা হোক জনতার শক্তি -তারিকুল আমিন

কবিতার প্রতিটা বাক্য ছুঁয়ে যাক
সমস্ত পাঠকের হৃদয় ।

কবিতার প্রতিটা লাইন হয়ে উঠুক
অত্যাচারি শাসকের পথের কাঁটা ।

কবিতার ছন্দে ছন্দে দুলে উঠুক
সকল পাঠকের মন ও মনন।

প্রতিটা কবিতার ঝাঁঝে
বিনাশ হোক কালো হাত ।

প্রতিটা কবিতায় উচ্চারিত হোক
আমজনতার বিজয় উল্লাস।

প্রতিটা কবিতার লাইন
শক্তি জোগাক গণতন্ত্রের।

‘আমি বিদ্রোহ রণ ক্রান্ত, আমি সেই দিন হব শান্ত।’
কবিতার প্রতিটা শব্দে আমি আমায় খুঁজে পাই।

কবিতায় ফিরে আসুক আনন্দ
শান্তি ফিরে আসুক মানুষের জীবনে।

মহাকবির কবিতা ফিরে আসুক
সকল অন্যায়ের ঝাঁঝালো শব্দ।

শান্তি, সততা, বল তিনে হোক
সবার ঐক্যের বন্ধনের জোট

মুক্ত ঝরে কলমে- শক্তি আসে কবিতায়
কবিতায় ভরে যাক পাঠকের প্রাণ, এই আমাদের কামনা।


আরও