শনিবার , ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ

কবি ও সংগঠক বাপ্পি সাহার জন্মদিন আজ

আজ ৫ জুলাই, নারায়ণগঞ্জ সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের প্রিয় মুখ, কবি ও সংগঠক বাপ্পি সাহার জন্মদিন। তিনি একাধারে কবি, গল্পকার, গীতিকার, ঔপন্যাসিক ও শিশুসাহিত্যিক হিসেবে সুপরিচিত। সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর স্বচ্ছন্দ বিচরণ তাঁকে পাঠক ও সংস্কৃতি মহলে এক স্বতন্ত্র পরিচিতি দিয়েছে।

জন্ম ও বেড়ে ওঠা:
বাপ্পি সাহা ১৯৮৪ সালের এই দিনে ব্রাহ্মণবাড়িয়ার এক সম্ভ্রান্ত সাহা পরিবারে জন্মগ্রহণ করেন। তবে তাঁর শৈশব ও কৈশোর কেটেছে নারায়ণগঞ্জে। তিনি আদর্শ স্কুল থেকে প্রাথমিক শিক্ষা এবং নারায়ণগঞ্জ হাই স্কুল থেকে এসএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে সরকারি তোলারাম কলেজে অধ্যয়নের পাশাপাশি তিনি ব্যবসায় মনোনিবেশ করেন।

সাহিত্য ও সাংগঠনিক জীবন:
স্কুলজীবন থেকেই বাপ্পি সাহা সাহিত্যচর্চায় যুক্ত হন। তাঁর কবিতায় প্রেম ও মানবীয় অনুভূতি বিশেষ প্রাধান্য পেয়েছে। সাহিত্য অঙ্গনে তিনি কেবল একজন লেখকই নন, একজন সফল সংগঠকও। তিনি ‘নারায়ণগঞ্জ কবিয়াল ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও জড়িত। সাহিত্য ও সাংগঠনিক কাজের স্বীকৃতি হিসেবে তিনি বহু সম্মাননায় ভূষিত হয়েছেন।

ব্যক্তিত্ব:
বাপ্পি সাহা একজন সদা হাস্যোজ্জ্বল, বিনয়ী ও আড্ডাপ্রিয় মানুষ হিসেবে পরিচিত। সাহিত্য ও সাংগঠনিক কাজে তাঁর নিষ্ঠা সর্বজনবিদিত।

প্রকাশিত গ্রন্থাবলি:
তাঁর প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে:

  • কাব্যগ্রন্থ: রাঙা প্রজাপতির ডানা (২০১৪), স্মৃতির ক্যানভাসে (২০১৬), বিষাদের খেয়া (২০১৭), বাপ্পি সাহা’র শত কবিতা (২০১৮), বাপ্পি সাহা’র একশ প্রেম (২০২১), বাপ্পি সাহা’র অণু প্রেম (২০২৪)।

  • গল্পগ্রন্থ: ছায়া দ্বীপ (২০১৫)।

  • উপন্যাস: সৃষ্টি তার উঞ্চ চুম্বন (২০১৯), মুখোশের অন্তরালে (২০২০)।

  • শিশুসাহিত্য: কিশোর মুক্তিযুদ্ধ (২০২১), ভূতের আস্তানা (২০২২), নানান দেশের রূপকথা (২০২২), সায়েন্স ফিকশন গান শিপের যোদ্ধা (২০২৩), ভয়ংকর ভূতের তাণ্ডব (২০২৪) এবং প্রকাশিতব্য কিশোর থ্রিলার ‘বাগান বাড়ির রহস্য’ (২০২৫)।

  • অন্যান্য: সকলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (২০২১)।

সম্পাদিত গ্রন্থ:
তাঁর সম্পাদিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো ‘জনক’ এবং মুজিববর্ষের স্মারক গ্রন্থ ‘এক তর্জনীর স্বাধীনতা’ (২০২০)। এছাড়া তিনি অনলাইন পোর্টাল kobial24.net-এর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

শুভেচ্ছা:
শুভ জন্মদিনে কবি বাপ্পি সাহাকে অফুরান শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সাহিত্যিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

 


আরও