বৃহস্পতিবার , ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

কবিতা

মেঘদূত হয়ে ঝরবে আকাশ

মন ভোলা শ্রাবণ আবার আসছে ফিরে

ভেজা পাতার মত অথৈ অবিনশ্বরতা নিয়ে,

পার্থিব অবকাশে আকাশ কিনারে একা,

অপেক্ষায় থাক -মুঠো ভরে নেবে

রিমঝিম সুমগ্ন পরাগ ফোটা ফুলের,

দুরের মেঘ ছুঁয়ে আসা বাতাসের কথকতা

তারা নেভা নিথর সন্ধা

নাক্ষত্রিক রাতের আঁধার ঘেরা

কবিতার শিরোনাম,

মেঘময় উচ্চারণের নিশুতি প্রার্থনা

আজন্ম চাওয়া পাওয়ার কাব্যরাত

জন্মান্তরের ওপার হতে শুভাগত শ্রাবণের

জলকণা – মুঠো ভরে নাও।

দেখো তোমার নামেই ডাকছে আকাশ- ডম্বরু

অভিমানের বৃষ্টিরা নতমুখী ধুলোয় অবিরত।

জলরং আলো শেষের অস্তবেলায়

অনড় একাকীত্ব কুড়িয়ে জমাও।

এবার তোমার বুকের অতলে রাখা

একাত্ম সুরভীর নিঃসঙ্গতা

অতন্দ্র একাকীত্বের আষাঢ়কে দাও অকপটে

মেঘদূত হয়ে ঝরবে আষাঢ় –

অশেষ আকাশ।

তুৃমি রংধনু হবে।


আরও