
তাপিত প্রাণে যদি ফোটাতে পারো ফুল
মৃদু হাওয়ায় ঝরাও সুগন্ধি বকুল
তাহলে এসো,এলোমেলো মানুষদের এই জনপদে
বিস্তৃত তরঙ্গ আঁচলে মুছে ফেল সব ভুল ।
এসো, মরুবালুর তপ্ত বুকে ব্রহ্মপুত্র বয়ে যাক
কোমল ভেজা আঁচলে ঢেকে দাও
নগরীর সীসা- কংক্রিটের দগ্ধ মুখ
জ্যোৎস্নার পোশাক পরে জলপরী আসুক।
স্বপ্নবাজ রমণীর চোখ,দৃষ্টিতে নক্ষত্র সংলাপ
পারো তো এসো,ফোটাও ভালোবাসার গোলাপ।
স্বর্গের গন্ধমাখা টকটকে গোলাপ।
বুকের জানালায় হল্কা বাতাস কাঁদে
সমুদ্র-সুরে ভালোবাসার কলধ্বনি
মৃন্ময়ী প্রেম মহাশূন্যে বেনুনি বাঁধে।
জোড়ায় জোড়ায় সুর নিমগ্ন পাখির ডুয়েট
জেগে উঠুক প্রেম-বিদগ্ধ রোমিও জুলিয়েট।