মঙ্গলবার , ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কবিতা

পিছুটান -আশনা আনজুম

স্নিগ্ধ বিকেলে ক্লান্ত শরীরে
ফোঁটা ফোঁটা রোদ্দুরের সাথে জলরঙ মিশিয়ে
বর্ণিল স্মৃতিপটে এঁকে চলি,
ফিকে নীলে ভেসে থাকা
তুলো তুলো মেঘ,
সবুজের তারুণ্য মিশানো
চাঁটগাঁ এর শান্ত শহর,
নিভে যাওয়া যোগাযোগ,
এক সমুদ্র দীর্ঘশ্বাস
আর আকাশ সমান পিছুটান ।

কবি আশনা আনজুম : শিক্ষার্থী, ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়


আরও