বুধবার , ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

কবিতা

মন মনরে -সুলতানা ফিরদৌসী

কথা বলা হয়নি বলে কত আপনজন দুরে চলে গেছেন
কথা বলা হয়নি বলেই অনেক সম্পর্ক ভেংগে  গেছে।
তারপরও জীবন উদ্ভাসিত যাপিত জীবন বয়ে যায়।
পরিচিত অনেকেই  ঝিকিমিকি হাসে দেখলাম তখন
মুগ্ধ হলাম মন  ফেরাতে পারিনি, বিমুখ হই না বরং
তোমার আগমনের খবরে মুগ্ধ হলাম। খুব আপন তুমি।


আরও