প্রিয় খোদা,
আলতো করে লিখবো আমি
পাপের পথ ছাড়বো আজি,
পাঠাবো চিঠি খোদার ঘরে।
আমার মনের সকল পাপ-
দূর কর..! দূর কর…! দূর কর…!
আমার বক্ষ বিদির্ণ কর হে স্রষ্টা!
কলব যেনো হয় পরিস্কার আমার।
প্রিয় খোদা,
আমি আপনার পাপী বান্দা
আপনি তো সব পারেন-
ভেদাভেদ ভেঙ্গে দেন,
ভেঙ্গে দেন কিছু লোকের অহমিকা।
প্রিয় খোদা,
হিংসা, ক্রোধ, আক্রোশ আর পাপাচার থেকে মুক্ত কর
সত্য-ন্যায়ের পথ বুঝার দাও ক্ষমতা।
ইতি
তোমার ক্ষুদ্র এক গুণাগার বান্দা।