রবিবার , ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা

প্রহসন -প্রবীর কুমার চৌধুরী

হাজার সরীসৃপ কিলবিল করে
নরম হৃদয় কামড়ে খায় যত উচাটন
নরাধম চিনতে বেলা বয়ে যায়
কামনাহীন নিরাশক্ত আর কতক্ষণ…।

তোমার বুকের আলসেতে বড় ধার
পতনের ভীষণ দুর্ভাবনা চিরন্তন –
বুঝিনি, বুঝতে দাওনি অভিনয়ে অনুক্ষন।

কথার যে দুর্বার স্রোত,সত্য -মিথ্যার মিসেলেই খেলা
সকাল -সন্ধ্যা বাহারি বাগানে কেন সাজাও –
নিত্য নাটের ছলা? পাহাড় চূড়ায় নিত্য আনাগোনা
বারুদ ছড়ানো বাকি? তোমার ভালোবাসা ভয়ংকর প্রহসন ।

গড়িয়া,কলকাতা।


আরও