রবিবার , ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা

যাপিত জীবন -মেহেদী হাসান শোয়েব

অচেনা গায়েন এসে গান ধরেছিলো
চকমকে আয়োজন গান ধুয়ে নিলো।

সেই গানে মিশে ছিলো সোনালুর রঙ
শহুরে বাতাস মেখে সাজে সব সঙ।
চোখের নেশায় খোঁজে চমক ধকম
রঙচঙা সঙ সাজা ভড়ঙ গমক।

কায়দার কারুকাজে গানের প্রাণ উড়ে গেলা
অচেনা গায়েন এসে গান ধরেছিলো
চকমকে আয়োজন গান ধুয়ে নিলো।

সেইখানে আমিও, আছি কি আমি?
নাকি আমার মতোই কোনো সঙের ডামি?
অদৃশ্য ইশারায় বেসুর বেতালে
যাপন করছি দিন আমাকেই ফেলে

কোথায় সে ধুলোমাটি শৈশব গেলো?
অচেনা গায়েন এসে গান ধরেছিলো
চকমকে আয়োজন গান ধুয়ে নিলো।


আরও