রবিবার , ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা

মাঠ ডেকে নেয় -অপু বড়ুয়া

আমি কি আর খেলতে ছুটি মায়ের বারন রেখে
বিকেল হলেই মাঠ আমাকে নেয় যে কাছে ডেকে।
মাঠকে বলি ডাকিসনে মাঠ মা যাবে খুব রেগে-
মাঠ কি শোনে মনের ভেতর ইচ্ছা তোলে জেগে।
মাঠের খেলা মনহারানো খুশির ডানা মেলা
মাঠের সাথে নিত্য এমন যায় যে কেটে বেলা।

মাঠের শেষে কাশের বনে হাওয়ার দোলা দেখে
যাই ছুটে ওই নদীর পারে মাঠের খেলা রেখে।
এমনি করে বিকেল শেষে সন্ধ্যা হয়ে আসে-
খোকা খোকা- মায়ের ডাকের শব্দ হাওয়ায ভাসে।
অমনি ঘরে দৌড়ে গিয়ে তাকিয়ে মায়ের পানে;
বলি, মাগো, চাই না যেতে, মাঠ যে আমায় টানে।

অপু বড়ুয়া
চট্টগ্রাম


আরও